ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পেরুতে করোনায় আক্রান্ত এক লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৯, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পেরুতে করোনায় আক্রান্ত এক লাখ ছাড়ালো

লাতিন আমেরিকায় ব্রাজিলের পর দ্বিতীয় দেশ হিসেবে পেরুতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ালো। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় পেরুতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৩৭ জনের দেহে। মারা গেছে ১১০ জন। তাতে দেশে আক্রান্তের মোট সংখ্যা ১ লাখ ৪ হাজার ২০ জন এবং মৃতের সংখ্যা ৩ হাজার ২৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪১ হাজার ৯৬৮ জন।

দক্ষিণ আমেরিকায় সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় ব্রাজিলের পরে দ্বিতীয় স্থানে পেরু।

ব্রাজিলে গত বুধবার প্রায় ২০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তাতে ২ লাখ ৯২ হাজার ছাড়িয়েছে এই সংখ্যা। বিশ্বে সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় তারা তিন নম্বরে। সংক্রমণ যেভাবে বাড়ছে, তাকে দুই একদিনের মধ্যেই তারা রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় হবে।

বিশ্বে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৫০ লাখ। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ২৯ হাজারের বেশি মানুষ।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়