চীনা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করায় আটক ২০
শাহেদ || রাইজিংবিডি.কম
আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ চেয়ে একটি খোলাচিঠি প্রকাশ করায় চীনে ২০ জনকে আটক করেছে পুলিশ। চলতি মাসের শুরুর দিকে চিঠিটি রাষ্ট্র পরিচালিত ওয়েবসাইট উজি নিউজে প্রকাশিত হয়েছিল। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
চিঠিটি প্রকাশের পরপরই তা মুছে ফেলেছিল কর্তৃপক্ষ। তবে এখনো একটি ক্যাচি ভার্সন অনলাইনে পাওয়া যাচ্ছে।
চিঠিতে লেখা হয়, ‘প্রিয় কমরেড শি জিনপিং, আমরা কমিউনিস্ট পার্টির অনুগত কর্মী। আমরা দল ও দেশের সব ধরনের পদ থেকে আপনাকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।’
চিঠির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইতিমধ্যে কলাম লেখক জিয়া জিয়াকে আটক করা হয়েছে। জিয়ার বন্ধুরা জানিয়েছেন, তিনি চিঠিটি অনলাইনে দেখে স্রেফ সম্পাদককে ফোন করেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক উজির এক কর্মকর্তা জানিয়েছেন, ওয়েবসাইটের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ও জ্যেষ্ঠ সম্পাদকসহ ১০ জনকে আটক করা হয়েছে। উজির সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানের আরো ১০ ব্যক্তিকে এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে। এছাড়া ওই চিঠির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গুয়াংডং প্রদেশে আরো তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৬/শাহেদ
রাইজিংবিডি.কম