ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আরও ক্ষমতা পেলেন কিম জং উনের বোন 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ২৫ আগস্ট ২০২০   আপডেট: ১৬:২৬, ২ অক্টোবর ২০২০
আরও ক্ষমতা পেলেন কিম জং উনের বোন 

রাজনৈতিকভাবে আরও ক্ষমতা পেলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইও জং। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বিশ্বাস, উনের পর ইও জংই এখন উত্তর কোরিয়ার সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তি।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কিয়ং-ডু ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেছেন, কিম ইও জং এখন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির অর্গানাইজেশন অ্যান্ড গাইডেন্স ডিপার্টমেন্টের (ওজিডি) দায়িত্বপ্রাপ্ত। দলের এই শাখা আদর্শিক দীক্ষাদান, দলীয় সংস্থা ও রাজনৈতিক নিয়োগের বিষয়গুলো দেখভাল করে থাকে। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিম জং উনের প্রতি দলের প্রায় ৩০ লাখ সদস্য যথেষ্ট অনুগত কিনা এবং উত্তর কোরীয় শাসকদের শিক্ষার প্রতি শ্রদ্ধাশীল কিনা তাও দেখভাল করে ওজিডি।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান, এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ পেলেন কিম ইয়ো জং।

কিম জং উন ক্ষমতায় আসার পর তার প্রতি বিশ্বস্ততা ও আনুগত্য প্রদর্শন করে আসছেন তার বোন ইয়ো জং। এর আগে তিনি ওয়ার্কার্স পার্টির শীর্ষ প্রচার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়