RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৫ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১১ ১৪২৭ ||  ০৭ রবিউস সানি ১৪৪২

স্যামসাং চেয়ারম্যান লি কুন হি আর নেই

মেসবাহ য়াযাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ২৫ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:৫১, ২৫ অক্টোবর ২০২০
স্যামসাং চেয়ারম্যান লি কুন হি আর নেই

বিশ্বসেরা ইলেকট্রনিকস কোম্পানি স্যামসংয়ের চেয়ারম্যান লি কুন হি আর নেই। রোববার (২৫ অক্টোবর) সকালে তিনি মারা যান।

স্যামসং কোম্পানির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  তবে ঠিক কী কারণে ৭৮ বছর বয়সি লি কুন হির মৃত্যু হয়েছে- তা নিশ্চিত করে জানায়নি কোম্পানি।

স্যামসাং এক বিবৃতিতে জানায়, ‌‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন হি আর নেই।  ২৫ অক্টোবর তিনি মারা যান। এ সময় তার পাশে পরিবারসহ স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান জে ওয়াই লি উপস্থিত ছিলেন।’

জানা গেছে, ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হবার পর থেকেই তিনি আর বাইরে বের হতেন না।  যে কারণে তার ঘনিষ্ঠজন ছাড়া তার শারীরিক অবস্থার কোনো খবর কেউ জানতো না।

স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লি বাইউং-চুলের মৃত্যুর পর লি কুন হি চেয়ারম্যান হিসেবে স্যামসাংয়ের হাল ধরের ১৯৮৭ সালে। তার হাত ধরেই স্যামসাং মোবাইল বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

মেসবাহ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়