ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চীনের হেবেই প্রদেশে ‘যুদ্ধকালীন পরিস্থিতি’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ৫ জানুয়ারি ২০২১  
চীনের হেবেই প্রদেশে ‘যুদ্ধকালীন পরিস্থিতি’

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের হেবেই প্রদেশে ‘যুদ্ধকালীন পরিস্থিতি’ বিরাজ করছে। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

হেবেইয়ে ২ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ১৯ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে এবং ৪০ জন লক্ষণবিহীন আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। এই অঞ্চলে সর্বশেষ ২০২০ সালের জুনে স্থানীয় সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছিল।

মঙ্গলবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, ৪ জানুয়ারি সারাদেশে ১৭টি স্থানীয়ভাবে সংক্রমণ এবং ১৬টি বিদেশফেরত সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে হেবেইইয়ে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন ১৪ জন।

হেবেইয়ের স্থানীয় দৈনিক হেবেই ডেইলি জানিয়েছে, প্রদেশে ‘যুদ্ধকালীন পরিস্থিতি’ শুরু হয়েছে। এর মানে হচ্ছে, করোনায় আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন এমন ব্যক্তিদের চিহ্নিত করতে প্রদেশ, নগরী ও জেলা পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে। এসব ব্যক্তিদের চিহ্নিতের পর আইসোলেশনে রাখা হবে এবং সংশ্লিষ্ট এলাকায় করোনা শনাক্ত পরীক্ষা শুরু হবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়