ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অনেক বেশি ঝুঁকিতে করোনায় আক্রান্ত গর্ভবতী মায়েরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ২৩ এপ্রিল ২০২১  
অনেক বেশি ঝুঁকিতে করোনায় আক্রান্ত গর্ভবতী মায়েরা

করোনায় আক্রান্ত গর্ভবতী মা এবং নবজাতকদের জটিলতার ঝুঁকি আগের তুলনায় কয়েক গুণ বেশি। শুক্রবার ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের গবেষকরা নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

১৮টি দেশের দুই হাজার ১০০ গর্ভবতী নারীর ওপর জরিপ চালিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আগের গবেষণাগুলোতে করোনায় আক্রান্ত গর্ভবতী মা ও নবজাতকদের যতটুকু জটিলতার ঝুঁকিতে পড়তে পারে বলে জানা গিয়েছিল, নতুন গবেষণায় তার পরিমাণ তিন গুণ বেশি বলে জানা গেছে। করোনায় আক্রান্ত গর্ভবতী নারী অকাল প্রসব, উচ্চ রক্তচাপসহ অঙ্গ অচল ও মৃত্যু ঝুঁকিতে পড়তে পারেন। মহামারিকালে যেখানে হাসপাতালগুলোতে বেড সংকট চলছে সেখানে এই নারীদের ইনটেনসিভ কেয়ার ইউনিটের প্রয়োজন হতে পারে।

অক্সফোর্ডের ভ্রুণ ওষুধ বিভাগের অধ্যাপক ও গবেষণা প্রতিবেদনের সহলেখক অ্যারিস পাপাজিওরঘিউ বলেন, ‘কোভিড-১৯ এ আক্রান্ত হননি এমন গর্ভবতী নারীদের তুলনায় গর্ভকালে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এমন নারীদের জটিলতা ৫০ শতাংশেরও বেশি হতে পারে।’ 

মেডিকেল সাময়িকী জেএএমএ পেড্রিয়াটিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, করোনাকালে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার সময় নবজাতকের মধ্যেও ভাইরাস সংক্রমিত হতে পারে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়