ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হংকংয়ে পত্রিকা অফিসে ৫০০ পুলিশের হানা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ১৭ জুন ২০২১   আপডেট: ০৩:৪৫, ১৮ জুন ২০২১
হংকংয়ে পত্রিকা অফিসে ৫০০ পুলিশের হানা

হংকংয়ের গণতন্ত্রপন্থী ট্যাবলয়েড অ্যাপল ডেইলির দপ্তরে বৃহস্পতিবার ৫০০ পুলিশ হানা দিয়েছে। তারা সাংবাদিকদের কম্পিউটার ও নোটবুক নিয়ে গেছে। জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে পত্রিকাটির দপ্তরে হানা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

অ্যাপল ডেইলির মালিক হচ্ছেন মিডিয়া মোঘলখ্যাত জিমি লাই। বেইজিংয়ের সমালোচক হিসেবে পরিচিত জিমির সম্পদ জব্দ করা হয়েছে এবং তাকে নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরের দিকে পুলিশ পত্রিকাটির পাঁচ নির্বাহিকে গ্রেপ্তার করে। পরে সাংবাদিকদের সরঞ্জাম জব্দের ওয়ারেন্ট নিয়ে পুলিশ পত্রিকাটির দপ্তরে হাজির হয়। তারা বার্তাকক্ষে প্রতিবেদকদের কম্পিউটারে তল্লাশি চালান।

হংকংয়ের নিরাপত্তা সচিব জন লি পরে পত্রিকাটিকে ‘অপরাধ সংঘটনের স্থান’ হিসেবে বর্ণনা করেন। ‘সাংবাদিকতাকে ব্যবহার করে’ বিদেশি শত্রুদের হংকং ও চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পত্রিকাটি উস্কে দিচ্ছিল বলে মন্তব্য করেন তিনি।

জন লি বলেছেন, ‘সাধারণ সাংবাদিকতা এই মানুষগুলির চেয়ে ভিন্ন। তাদের সঙ্গে যোগ দিবেন না।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়