ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

শিশুদের হোমওয়ার্ক কমাতে ও প্রাইভেট টিউশনি বন্ধে আইন করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ২৩ অক্টোবর ২০২১  
শিশুদের হোমওয়ার্ক কমাতে ও প্রাইভেট টিউশনি বন্ধে আইন করেছে চীন

শিশুদের হোমওয়ার্ক কমাতে ও শিক্ষার মূল বিষয়গুলোতে প্রাইভেট টিউশনি বন্ধে নতুন একটি আইন প্রণয়ন করেছে চীন। শনিবার কর্মকর্তাদের বরাত দিয়ে চীনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

শিশুদের অনলাইন গেমসে আসক্তি বন্ধে চীন চলতি বছর বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। অনলাইন গেমসের সময় কমিয়ে আধাঘণ্টা করে সপ্তাহে তিন দিন খেলার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার চীনা পার্লামেন্ট জানিয়েছে, কিশোর-কিশোরীদের অপরাধ বা বাজে আচরণের জন্য অভিভাবকদের শাস্তি দেওয়ার বিধান করা হবে। 

সিনহুয়া জানিয়েছে, নতুন আইনটি এখনও পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়নি। এতে শিশুদের হোমওয়ার্কের দ্বিগুণ চাপ কমানো নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকারগুলোকে। আইনে শিশুদের পর্যাপ্ত বিশ্রাম ও শরীরচর্চ নিশ্চিত করতে অভিভাবকদের নির্দেশ দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ও অন্যান্য ছুটির দিনগুলোতে স্কুল শেষ হওয়ার পরও মূল বিষয়গুলোতে প্রাইভেট টিউশনের ব্যবস্থা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়