ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

ওমরাহ পালনের বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ১৯ নভেম্বর ২০২১   আপডেট: ২১:৫৭, ১৯ নভেম্বর ২০২১
ওমরাহ পালনের বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি

পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। ১৮ থেকে ৫০ বছর বয়সীদের ওমরাহ পালনে সৌদি যাওয়ার অনুমতি দেওয়া হবে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ শুক্রবার এ তথ্য জানিয়েছে। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদি আরবে প্রবেশের আগে বিদেশিদের অবশ্যই করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দিতে হবে। 

সৌদির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা নিতে হবে। 

গালফ নিউজ জানিয়েছে, সম্প্রতি মক্কা ও মদিনায় ওমরাহর আনুষ্ঠানিকতা পালনের সেবা প্রদানে ‘ইয়াতমারনা’ ও ‘তাওয়াককালনা’ নামের দুটি অ্যাপ চালু করেছে। এগুলোর মাধ্যমে বিদেশিদের সংশ্লিষ্ট সেবা দেওয়া হচ্ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়