ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মালয়েশিয়ায় হঠাৎ বন্যায় বাস্তুচ্যুত কয়েক হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ১৮ ডিসেম্বর ২০২১  
মালয়েশিয়ায় হঠাৎ বন্যায় বাস্তুচ্যুত কয়েক হাজার মানুষ

শুক্রবার থেকে টানা বৃষ্টিতে সৃষ্ট হঠাৎ বন্যায় মালয়েশিয়ায় বাস্তুচ্যুত হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সরকারের বন্যা পর্যবেক্ষণ ওয়েবসাইটে জানানো হয়েছে, দেশের ১৬টি রাজ্যের মধ্যে আটটিতে এবং কেন্দ্রীয় অঞ্চলে পানির বিপজ্জনক সীমা অতিক্রম করেছে।

রাজধানী কুয়ালালামপুর ঘিরে রাখা সেলাঙ্গর রাজ্যে তিন হাজার মানুষকে সরিয়ে সাময়িক আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বিগত সময়ে বৃষ্টিপাতের যে সর্বোচ্চ রেকর্ড ছিল এক দিনে তার দ্বিগুণেরও বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোতে পানি ৪ দশমিক ৫ মিটার উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি।

ক্লাং, কোয়ালা লাঙ্গাত ও সেপাং জেলায় তিন হাজার ৭৮৬ জনকে উদ্ধার করা হয়েছে। রোববার পর্যন্ত সেলাঙ্গর ও কয়েকটি রাজ্যে রোববার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়