ঘানায় ট্রাকে বিস্ফোরণ, নিহত ১৭

ঘানায় বিস্ফোরকবাহী ট্রাক বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। খনির শহর বোগোসো কাছে একটি মোটরসাইকেলকে ট্রাকটি চাপা দিলে এ ঘটনা ঘটে বলে শুক্রবার দেশটির সরকার জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে লাশ পড়ে থাকতে দেখা গেছে। হতাহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ এ পর্যন্ত ১৭টি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উপ-মহাপরিচালক সেজি সাজি আমেদনু জানিয়েছেন, প্রায় ৫০০ ভবন বিধ্বস্ত হয়েছে। এখনও উদ্ধার তৎপরতা চলছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরক বোঝাই ট্রাকটি চিরানো স্বর্ণখনিতে যাচ্ছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে আপিয়াতে এলাকায় ট্রাকটির নিচে একটি মোটরসাইকেল চাপা পড়ে। এতে ট্রাকটি বিস্ফোরিত হয়।
এক বিবৃতিতে ভূমি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরক বহনের নীতিমালা মানা হয়েছিল তা তদন্ত করা হচ্ছে।
ঢাকা/শাহেদ
আরো পড়ুন