ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইউক্রেনকে ৩ হাজার ৩০০ কোটি ডলার সহায়তার ঘোষণা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২৮ এপ্রিল ২০২২  
ইউক্রেনকে ৩ হাজার ৩০০ কোটি ডলার সহায়তার ঘোষণা বাইডেনের

ইউক্রেনকে তিন হাজার ৩০০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এ সহায়তা প্যাকেজ অনুমোদনের জন্য তিনি কংগ্রেসের কাছে অনুরোধ জানিয়েছেন। আগামী পাঁচ মাস ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার জন্য এই অর্থ প্রয়োজন। এই সহায়তা প্যাকেজের মধ্যে দুই হাজার কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ থাকবে সামরিক খাতে, ৮৫০ কোটি ডলার বরাদ্দ থাকবে অর্থনৈতিক সহায়তা খাতে এবং ৩০০ কোটি ডলার বরাদ্দ থাকবে মানবিক সহায়তা খাতে।

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে কোনো মার্কিন সেনা পাঠাবেন না বলে পুনর্ব্যক্ত করেছেন বাইডেন। 

তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘রাশিয়া আক্রমণ করছে না’, বরং ‘ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় সহায়তা করছে।’

বাইডেন বলেছেন, ‘রাশিয়া আগ্রাসী, এটা নিয়ে কোনো যদি, আর, বা কিন্তু নেই। রাশিয়া আগ্রাসী এবং বিশ্বের কাছে অবশ্যই রাশিয়াকে জবাবদিহি করতে হবে।’

ইউক্রেনকে সহায়তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের ন্যাটো মিত্ররা, আমাদের ইইউ অংশীদাররাও তাদের খরচের ন্যায্য অংশ দিচ্ছে, তবে জোটের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে।’
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়