ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আবুধাবি যাচ্ছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২৪ জুন ২০২২  
আবুধাবি যাচ্ছেন মোদি

নরেন্দ্র মোদি

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় নূপুর শর্মা সম্পর্কে একযোগে নিন্দায় মুখর হয়েছিল ইসলামিক দেশগুলো। তবে অন্যদের মতো বিবৃতি দিয়ে ঘটনাটির সামলোচনা করলেও ভারতীয় দূতকে ডেকে পাঠায়নি আবুধাবি। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২৪ জুন) আনন্দবাজার জানায়, ২৬ থেকে ২৮ জুনের সফরে মোদি প্রথমে জার্মানিতে জি-৭-এর বৈঠকে আমন্ত্রিত রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে যোগ দেবেন। সেখান থেকে যাবেন আবুধাবি।

গত মাসে মারা যায় আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। নতুন রাজা হন প্রয়াত শাসকের সৎভাই শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শেখ খলিফার মৃত্যুতে শোক জ্ঞাপন করতে এবং নতুন রাজাকে শুভেচ্ছা জানাতে বিদেশ সফরের শেষ দিন অর্থাৎ ২৮ জুন আবুধাবি যাবেন মোদি। সেই রাতেই তিনি ফিরে আসবেন ভারতে। 

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়