ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

করোনার টিকা ফেলে দিচ্ছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ৭ জুলাই ২০২২   আপডেট: ১০:৪০, ৭ জুলাই ২০২২
করোনার টিকা ফেলে দিচ্ছে কানাডা

কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৩৬ লাখ ডোজ করোনার টিকা ফেলে দিতে যাচ্ছে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি থেকে জানা গেছে, দেশটির শহর ও অন্যান্য অঞ্চলে অ্যাস্ট্রাজেনেকার টিকার চাহিদা না থাকায় ১ কোটি ৩৬ লাখ ডোজের অর্ধেকেরও বেশির মেয়াদ শিগগিরই শেষ হয়ে যাবে। আর অন্যকোন দেশও অ্যাস্ট্রাজেনেকার টিকা তাদের কাছ থেকে নিতে আগ্রহ না দেখানোয় বাকিগুলোও ব্যবহার করা হবে না। সে কারণে ফেলে দিতে হচ্ছে সবগুলো।

কানাডার সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, দেশটি ইতোমধ্যে ২১টিরও বেশি দেশকে ৯০ লাখ ডোজ করোনার টিকা দান করেছে। কিন্তু দেশে ও দেশের বাইরে অ্যাস্ট্রাজেনেকার টিকার চাহিদা না থাকায় ১ কোটি ৩৬ লাখ ডোজের মেয়াদ শেষ হয়ে যাবে।

এর পাশাপাশি কানাডা ৬১ লাখ ডোজ মডার্নার টিকা বিভিন্ন দেশে পাঠিয়েছে বিনামূল্যে। তারপরও মডার্নার টিকার ১২ লাখ ডোজ ফেলে দিতে হয়েছে মেয়াদ শেষ হয়ে যাওয়ায়।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মহামারি করোনাভাইরাসে কানাডায় এ পর্যন্ত ৩৯ লাখ ৪ হাজার জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪২ হাজার জন।

কানাডার ৩ কোটি ১০ লাখ মানুষ ইতোমধ্যে করোনার দুই ডোজ টিকা নিয়েছেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়