ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চীন থেকে ১০০ কিলোমিটার দূরে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ৬ আগস্ট ২০২২   আপডেট: ২২:৩৪, ৬ আগস্ট ২০২২
চীন থেকে ১০০ কিলোমিটার দূরে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া

চীন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ভারতের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে যুক্তরাষ্ট্র। শনিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

এমন সময় এ খবর প্রকাশিত হলো যখন তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনাকর সম্পর্ক বিরাজ করছে। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী মধ্য অক্টোবরে ১০ হাজার ফুট উচ্চতায় ভারতের উত্তরাখন্ড রাজ্যের আউলিতে মহড়া অনুষ্ঠিত হবে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা আউলির দূরত্ব ৯৫ কিলোমিটার। এখানে ভারত-চীনের বিতর্কিত সীমান্ত অবস্থিত। ১৮তম বার্ষিক যৌথ মহড়ার অংশ হিসেবে এতে অংশ নেবে যুক্তরাষ্ট্র।

২০২০ সালের জুন মাসে হিমালয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা ও চার চীনা সেনা নিহত হয়। ওই ঘটনার পর থেকে ভারত ও চীনের মধ্যে এখনও সম্পর্ক স্বাভাবিক হয়নি। সম্প্রতি চীন সীমান্তে অবস্থিত প্যাংগং সো হ্রদের উপর একটি সেতু নির্মাণের কারণে উত্তেজনা আরও বেড়েছে। চীনের এই পদক্ষেপকে ভারত সরকার ‘অবৈধ দখল’ বলে নিন্দা জানিয়েছে।

যৌথ মহড়া সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র সিএনএনকে বলেন, ভারতের সাথে অংশীদারিত্ব ‘অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের দৃষ্টিভঙ্গির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়