ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনার বিএফ.৭ সাব-ভ্যারিয়েন্টে সংক্রমণের লক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ২২ ডিসেম্বর ২০২২  
করোনার বিএফ.৭ সাব-ভ্যারিয়েন্টে সংক্রমণের লক্ষণ

এই মুহূর্তে চীনে সংক্রমণ ভয়াবহ মাত্রায় বাড়িয়ে তুলছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭। ইতোমধ্যে ভারতে চার জনের দেহে এই সাব-ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে। এখনও পর্যন্ত এই সাব-ভ্যারিয়েন্ট আক্রান্তের যেসব লক্ষণ জানা গেছে তা হচ্ছে-

বিএফ.৭ প্রধানত উপরের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়, যার অর্থ বুকের উপরের অংশে এবং গলার কাছে সংক্রমণ। এর পাশাপাশি সাধারণ লক্ষণ হিসেবে রয়েছে, জ্বর, গলা ব্যথা, সর্দি ও কাশি।

আরো পড়ুন:

কারো কারো পেট সম্পর্কিত উপসর্গ, যেমন- বমি ও ডায়রিয়া হতে পারে। 

লক্ষণ দেখামাত্রা চিকিৎসকরা শনাক্ত পরীক্ষার পরামর্শ দিয়েছেন। কারণ শনাক্ত হলে দ্রুত রোগীকে আইসোলেশনে রাখা যাবে এবং ওষুধ প্রয়োগের বিষয়টি নিশ্চিত করা যাবে।

বিএফ-৭ এর ক্ষেত্রে অসুস্থতার তীব্রতা বেশি নয়। তবে আসল উদ্বেগের বিষয় হল এটি দ্রুত সংক্রামিত হতে পারে। এ কারণে মৃতের সংখ্যাও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়