ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুতিন-জেলেনস্কির বৈঠক হতে চলেছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ২৬ জুলাই ২০২৫   আপডেট: ০৯:৩৬, ২৬ জুলাই ২০২৫
পুতিন-জেলেনস্কির বৈঠক হতে চলেছে: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ‘মুখোমুখি বৈঠক’ হতে চলেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৫ জুলাই) হোয়াইট হাউজ থেকে স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ট্রাম্পকে একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন, বৈঠকটি বাস্তবায়িত হতে কী করতে হবে, তার সম্ভাব্য উপস্থিতিতে।

আরো পড়ুন:

ট্রাম্প বলেন, “বৈঠকটি হতে চলেছে, কিন্তু তিন মাস আগেই হওয়া উচিত ছিল। এটা হতে চলেছে।” 

শুক্রবার দুপরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছিলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনের লক্ষ্যে চলমান আলোচনার অংশ হিসেবে তুরস্ক ইস্তাম্বুলে ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একত্রিত করার জন্য কাজ করবে।

ইস্তাম্বুলে শুক্রবারের নামাজের পর এরদোগান সাংবাদিকদের বলেন, “এই সপ্তাহে, পুতিন এবং ট্রাম্পের সঙ্গে আলোচনা করে, আমরা চেষ্টা করব যে, আমরা ইস্তাম্বুলে এই নেতাদের একত্রিত করতে পারি কিনা।” 

গত বুধবার, মস্কো এবং কিয়েভ ইস্তাম্বুলে তাদের তৃতীয় দফা আলোচনা করেছে। শান্তি আলোচনা এগিয়ে নিতে পক্ষগুলো প্রস্তাব বিনিময় করেছে এবং কিয়েভ আগস্টের শেষে নেতাদের শীর্ষ সম্মেলনের প্রস্তাব দিয়েছে। ক্রেমলিন বলেছে, পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠক কেবল শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্যই সম্ভব।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়