ঢাকা     সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মামদানির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী আগুনে পেট্রোল ঢালার অভিযোগ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৪৬, ৩ জানুয়ারি ২০২৬
মামদানির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী আগুনে পেট্রোল ঢালার অভিযোগ ইসরায়েলের

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির বিরুদ্ধে ‘ইহুদিবিদ্বেষী আগুনে পেট্রোল ঢেলে দেওয়ার’ অভিযোগ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক্স-এ এক পোস্টে এই অভিযোগ আনা হয়েছে।

বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সাম্প্রতিক আদেশ বাতিল করার পর এই অভিযোগ আনলো ইসরায়েল।

এক্স- একটি পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “@NYCMayor হিসেবে তার প্রথম দিনেই, মামদানি তার আসল চেহারা দেখিয়েছেন: তিনি আইএইচআরএ-এর ইহুদি-বিদ্বেষী সংজ্ঞা বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের উপর বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়। এটি ইহুদিবিদ্বেষী আগুনে পেট্রোল।”

মামদানি অ্যাডামস-যুগের একটি আদেশ প্রত্যাহার করেছেন যা আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ জোটের ইহুদিবিদ্বেষী সংজ্ঞা গ্রহণ করেছিল। 

১৮৯৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের অভিজ্ঞতার ইতিহাস তুলে ধরে আসা ইহুদি সংবাদপত্র ফরোয়ার্ডের একজন প্রতিবেদকের সমালোচনা সম্পর্কে জানতে চাইলে, মামদানি এই সংজ্ঞাটি বাদ দেওয়ার বিষয়ে বেশ কয়েকটি ইহুদি সংগঠনের উদ্বেগ স্বীকার করেছেন, তবে প্রতিশ্রুতি দিয়েছেন যে ‘ইহুদি নিউ ইয়র্কবাসীদের সুরক্ষা আমার প্রশাসনের লক্ষ্য হবে।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়