ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদুরোকে নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ৪ জানুয়ারি ২০২৬  
মাদুরোকে নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রবিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বহনকারী একটি বিমান নিউ ইয়র্কে অবতরণ করে বলে ধারণা করা হচ্ছে। মাদুরোকে মার্কিন মাদক প্রয়োগকারী প্রশাসনের অফিসে নিয়ে যাওয়া হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়।

আরো পড়ুন:

আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শনিবার ভোরে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যায় মার্কিন বাহিনী।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, নিকোলাস মাদুরোকে স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫২ মিনিটে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আনা হয়। উচ্চ-নিরাপত্তার আসামীদের রাখার জন্য দেশের যেকোনো আটক কেন্দ্রের মধ্যে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে।

মাদুরোর স্ত্রীকে কোথায় রাখা হয়েছে তা এখনো জানা যায়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়