ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর ‘পরিকল্পনা নেই’: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ৬ জানুয়ারি ২০২৬  
নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর ‘পরিকল্পনা নেই’: জাতিসংঘ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এ তথ্য জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে স্তেফান দুজারিক বলেন, “জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না, যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে। এটি এখন আর আমাদের কাজের অংশ নয়।”

তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি।

দুজারিক জানান, নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের কারিগরি সহায়তা জাতিসংঘ প্রায়ই দিয়ে থাকে।

তিনি বলেন,“আমি বলতে চাইছি, আমরা যেকোনো উপায়ে নির্বাচন এবং বাংলাদেশের জনগণের তাদের দেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির স্বাধীন মত প্রকাশকে সমর্থন করব।”

ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরার বিষয়েও প্রশ্ন করা হয়।

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন কীভাবে দেখা হচ্ছে-এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, “আমি খবরের মূল্যায়ন করি না। সাংবাদিকরাই খবরের মূল্যায়ন করেন।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়