ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১২:৩৮, ১১ জানুয়ারি ২০২৬
পাকিস্তানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৬

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নবদম্পতিসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন।

রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। 

আরো পড়ুন:

ইসলামাবাদের অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেল সাহেবজাদা ইউসুফ জানান, জি-৭/২ সেক্টরে একটি বিয়ে বাড়িতে অতিথিদের উপস্থিতিতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পার্শ্ববর্তী চারটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ১৫ জনকে উদ্ধার করে, তাদের মধ্যে ছয়জন পরে মারা গেছেন। এছাড়া আরো ১০ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)-এ নিয়ে যাওয়া হয়েছে।

পিমস হাসপাতালের মুখপাত্র ডা. আনিসা জলিল বলেন, “দুই শিশুসহ মোট ১০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। ছাদ ধসে পড়ার কারণে বেশিরভাগেরই আঘাত গুরুতর। অর্থোপেডিক, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগে তাদের চিকিৎসা চলছে।”

ইসলামাবাদ পুলিশ জানায়, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজ) মুহাম্মদ জাওয়াদ তারিক ঘটনাস্থলে পৌঁছে ব্যক্তিগতভাবে উদ্ধার অভিযান তদারকি করেছেন। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে ও ঘটনার তদন্ত শুরু করেছে।

পাকিস্তানে সাম্প্রতিক সময়ে গ্যাস-সংক্রান্ত একাধিক দুর্ঘটনা ঘটেছে। এর আগে গত ৮ জানুয়ারি রাওয়ালপিন্ডিতে পৃথক তিনটি গ্যাস লিক ও বিস্ফোরণে তিন মাস বয়সী এক শিশু নিহত এবং দুই নারীসহ চারজন আহত হন।

এর আগে ১৭ ডিসেম্বর লারকানার লেবার কলোনি এলাকায় এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে তিনটি বাড়ির ছাদ ও দেয়াল ধসে এক নারী নিহত এবং শিশুসহ ১৪ জন আহত হয়েছিলেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়