ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ৬ নভেম্বর ২০২৫  
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

ছবি: পুলিশের সৌজন্যে

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন (৩০), মো. মুন্না (৩৬), মো. আনোয়ার (২৬), নান্টু কাইয়ুম (৩৫), মো. মান্নান (২৫), মো. টিপু ওরফে রাজ (২১), মো. আল আমিন (২০), মো. মশিউর রহমান (২১), মো. সিয়াম হোসেন (২০), মো. মান্নান (৫১), মো. সাজ্জাদ হোসেন (৪০), মো. সুরুজ (২৪) ও মো. অনিক হাসান (২২)। এ সময় তাদের কাছ থেকে ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, চুরি, পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৩ জন কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ঢাকা/মাকসুদ/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়