ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জাতীয় গ্রিডে বিপর্যয়: বিদ্যুৎ নেই ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায়

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ৪ অক্টোবর ২০২২   আপডেট: ১৫:৪৪, ৪ অক্টোবর ২০২২
জাতীয় গ্রিডে বিপর্যয়: বিদ্যুৎ নেই ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায়

ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কখন বিদ্যুৎ সরবরাহ শুরু হবে, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর এক কর্মকর্তা এ তথ‌্য নিশ্চিত করেছেন। গ্রিড বিপর্যয়ের কারণ ও সূত্রপাত কোথায় হয়েছে তাৎক্ষণিক তাও জানা যায়নি। আপাতত দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করছে পিজিসিবি। ঢাকার কাছে টঙ্গী পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চলে এসেছে।

রাজধানী ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক আমির কাউসার আলী বলেন, আজ বেলা ২টা ৫ মিনিট থেকেই পুরো ঢাকায় বিদ্যুৎ নেই। দ্রুত বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে পিজিসিবি।

ঢাকা/ইভা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়