তারেক রহমানের সঙ্গে ব্যারিস্টার ফুয়াদের সাক্ষাৎ
‘জাতীয় স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে একমত হতে হবে’
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কাঠামো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শনের ভিত্তিতেই গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেছেন, এই কাঠামোর ভেতর থেকেই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে সব রাজনৈতিক দল রাজনীতি করবে।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন আসাদুজ্জামান ফুয়াদ।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, এবি পার্টি বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে সব রাজনৈতিক শক্তিকে একমত হতে হবে। তবে, নীতি ও নীতি নির্ধারণী বিষয়ে ভিন্নমত থাকবে এবং সেটিই গণতন্ত্রের সৌন্দর্য।
তিনি বলেন, বাংলাদেশে ওয়েস্ট মিনিস্টার মডেলের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সংসদের ভেতরে ও বাইরে সরকার ও বিরোধী দল জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকবে, কিন্তু নীতিগত বিষয়ে হবে জোরালো বিতর্ক।
সাক্ষাৎকালে ঢাকা শহরকে বাসযোগ্য করা, দেশজুড়ে খেলার মাঠ তৈরি, কার্যকর ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব দূরীকরণ, নদী-খাল রক্ষা এবং নাগরিক জীবনের মান উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন তিনি।
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ক্রিকেট বা ভিসা ইস্যু নয়, এসব আসলে রাজনৈতিক প্রশ্ন। আমদানি-রপ্তানি, ভিসা বন্ধ, ভারতীয় হাসপাতালে বাংলাদেশি রোগীদের যাওয়া—সবকিছুই রাজনীতির সঙ্গে যুক্ত।
তিনি অভিযোগ করেন, গত ১৪–১৫ মাসে ভারত প্রয়োজনীয় শিক্ষা নেয়নি এবং ‘সব ডিম এক ঝুড়িতে রাখার’ নীতির ঝুঁকি অনুধাবন করেনি।
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক হতে হবে জনগণ থেকে জনগণের সম্পর্ক এবং রাষ্ট্র থেকে রাষ্ট্রের মর্যাদাপূর্ণ সম্পর্ক। কোনো ধরনের অধীনতামূলক সম্পর্ক ভবিষ্যৎ বাংলাদেশ মেনে নেবে না।
দিল্লির উদ্দেশে তিনি বলেন, কমনসেন্সে ফিরে আসুন। বাংলাদেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের দিন শেষ।
ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা তরুণ প্রজন্ম জাতীয় স্বার্থে কোনো আপস মেনে নেবে না।
তিনি জানান, তারেক রহমান এই ধরনের নীতিনির্ভর রাজনৈতিক সংলাপকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে আরো পলিসি ডিবেটের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন নেতৃত্বের হাতেই দেশ পরিচালিত হবে, যারা সরকার বা বিরোধী দল—সব পক্ষের কথা শুনে যুক্তি ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন।
ঢাকা/আলী/রফিক