ঢাকা     শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা চলছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ১৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৪২, ১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা চলছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটার পর পূর্ব নির্ধারিত এই সভা শুরু হয়।

আরো পড়ুন:

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে দুপুরের পর থেকেই আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন।

খালেদা জিয়ার শোকসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে এসেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা। অনুষ্ঠানে আসার জন্য আগে থেকেই আমন্ত্রণপত্র পাঠানো হয় অতিথিদের জন্য। আমন্ত্রণপত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আয়োজকরা জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করে যাওয়া একজন জাতীয় নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে মানবিক ও মর্যাদাপূর্ণ উদ্যোগ হিসেবেই এ শোকসভার আয়োজন করা হয়েছে।

ঢাকা/আলী/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়