ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব, দুপক্ষের সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে বাশেদ আলী বিশু (৬০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
সোমবার (৯ জুন) উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাশেদ সুবইল গ্রামের আবুল হোসেনের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘বেলা সাড়ে ১১টার দিকে সুবইল গ্রামের ঈদগাহ মাঠে শিশুরা ক্রিকেট খেলছিল। ওই মাঠে ছোট ছোট গাছে থাকা আমের ক্ষতি হবার আশঙ্কায় ক্রিকেট খেলতে নিষেধ করা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে বাশেদ ঘটনাস্থলেই নিহত হন।’’
ঢাকা/রিটন/রাজীব