ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

বোল্ট ঝড়ের পর আজহারের প্রতিরোধ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বোল্ট ঝড়ের পর আজহারের প্রতিরোধ

ক্রীড়া ডেস্ক : দলীয় ১৭ রানেই দুই ওপেনারকে বোল্ড করে পাকিস্তানকে বিপদে ফেলেছিলেন ট্রেন্ট বোল্ট। তবে শুরুর ধাক্কা কাটিয়ে আবুধাবি টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ প্রতিরোধ গড়েন আজহার আলী।

শেখ জায়েদ স্টেডিয়ামে ২২৯ রানে হাতে ৩ উইকেট নিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। ২৭৪ রানে পৌঁছতেই অলআউট হয়ে যায় কিউইরা। ৪২ রান নিয়ে ব্যাট করতে নামা বিজে ওয়াটলিং অপরাজিত ছিলেন ইনিংসের শেষ পর্যন্ত। ৭৭ রান আসে তার ব্যাট থেকে।

জবাবে ব্যাট করতে নামলে রানের খাতা খোলার আগেই মোহাম্মদ হাফিজকে বোল্ড করেন পেসার বোল্ট। দলীয় ১৭ রানে পৌঁছতেই আরেক ওপেনার ইমাম-উল-হকের স্ট্যাম্প উড়িয়ে দেন এ বাঁহাতি । শুরুতেই এমন আঘাতের পর প্রতিরোধ গড়ে দলের বিপর্যয় সামাল দেন আজহার আলী।

হারিস সোহেলের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়েন তিনি। ব্যক্তিগত ৩৪ রানে হারিস সোহেল সাউদির বলে ওয়াটলিংয়ের হাতে ধরা পড়লে এ জুটি ভাঙে। এরপর আসাদ শফিকের সঙ্গে ৫৪ রানের অপরাজিত জুটি নিয়ে মাঠ ছাড়েন আজহার । আজহার ৬২ ও শফিক ২৬ রানে অপরাজিত থাকেন। 
 


রাইজিংবিডি/ঢাকা/৪ ডিসেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়