ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ালটন স্বাধীনতা দিবস হ্যান্ডবলে জয় পেয়েছে আনসার-বিজিবি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৫, ১৮ মার্চ ২০২১  
ওয়ালটন স্বাধীনতা দিবস হ্যান্ডবলে জয় পেয়েছে আনসার-বিজিবি

‘ওয়ালটন স্বাধীনতা দিবস হ্যান্ডবল (নারী ও পুরুষ) টুর্নামেন্ট-২০২১’ এর চতুর্থ দিনে বুধবার পুরুষ বিভাগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে জয় পেয়েছে বাংলাদেশ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ বিভাগে দিনের প্রথম খেলায় বাংলাদেশ আনসার ৩৩-১৬ গোলে চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে হারায়। বিজয়ী দল প্রথমার্ধে ১৪-০৭ গোলে এগিয়ে ছিল। দিনের দ্বিতীয় ম্যাচে বিজিবি ৪৭-১৩ গোলে উড়িয়ে দেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থাকে। বিজয়ী দল প্রথমার্ধে ২৪-০৭ গোলে এগিয়ে ছিল।

এদিকে মঙ্গলবার নারী বিভাগের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।

এবারের এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে পাঁচটি ও নারী বিভাগে চারটি দল অংশ নিয়েছে। পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল দল।

আর নারী বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল দল, জামালপুর স্পোর্টস একাডেমি ও নসরুল হামিদ স্পোর্টস একাডেমি।

উভয় বিভাগে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়ার পাওয়ার পাশাপাশি ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

নারী বিভাগে ১৪ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত হবে লিগ পর্বের ম্যাচগুলো। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ২১ মার্চ ফাইনালে মুখোমুখি হবে। অন্যদিকে পুরুষ বিভাগে ১৪ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত হবে লিগ পর্বের খেলা। ২১ মার্চ হবে ফাইনাল।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি.কম।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়