ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চেলসি থেকে রোমায় আব্রাহাম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ১৭ আগস্ট ২০২১   আপডেট: ১৮:১৪, ১৭ আগস্ট ২০২১
চেলসি থেকে রোমায় আব্রাহাম

আব্রাহামের (ডানে) সঙ্গে চুক্তি করল রোমা

এই গ্রীষ্মকালীন দলবদলের বাজারে চতুর্থ চুক্তি করে ফেলল রোমা। মঙ্গলবার (১৭ আগস্ট) ৪ কোটি ইউরোতে চেলসি থেকে ফরোয়ার্ড ট্যামি আব্রাহামের সঙ্গে চুক্তি করল ইতালিয়ান ক্লাব।

গত সপ্তাহে সিরি আ চ্যাম্পিয়ন ইন্টার মিলানে যাওয়া এডিন ডেকোর স্থলাভিষিক্ত হলেন আব্রাহাম। চুক্তির মেয়াদ পাঁচ বছরের। হোসে মরিনহোর দলে যোগ দেওয়ার পর আব্রাহাম বললেন, ‘যখন একটি ক্লাব সত্যি করে কাউকে চায়, তখন বোঝা যায়। রোমাও তাদের স্পষ্ট আগ্রহ দেখিয়েছে।’

আব্রাহাম নজর কেড়েছেন চেলসিতে। ৮২ ম্যাচে করেছেন ৩০ গোল। গত মৌসুমে ব্লুদের চ্যাম্পিয়নস লিগ জেতাতে করেছেন সহায়তা। এছাড়া ব্রিস্টল সিটি, সোয়ানসি ও অ্যাস্টন ভিলায় খেলেছেন ধারে। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ইংল্যান্ড জাতীয় দলে খেলেছেন ৬ ম্যাচ।

গত সিরি আ মৌসুমে সপ্তম স্থানে থেকে শেষ করা রোমা ২০০৮ সালে ইতালিয়ান কাপ জয়ের পর থেকে শিরোপা খরায়। এই আক্ষেপ ঘুচাতে তারা এনেছে স্পেশাল ওয়ান মরিনহোকে। তার অধীনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আব্রাহামের। তার আগে গোলকিপার রুই প্যাট্রিসিও, ফরোয়ার্ড এলডর শোমুরোডোভ ও ডিফেন্ডার মাতিয়াস ভিনাকে এনেছে রোমা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়