জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে গেলেন এলগার
কেপ টাউনের সেন্ট জর্জ পার্কে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। দলীয় ১৩৩ রানের মাথায় তাইজুল ইসলামের বলে আউট হন এলগার। ১০টি চারের সাহায্যে করে যান ৭০ রান। এর মধ্য দিয়ে সেন্ট জর্জ পার্কে টেস্টে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব দেখান তিনি। ২০১৩-২০২২ সাল পর্যন্ত ৯ ম্যাচে ১৪ ইনিংস খেলে এখানে তার মোট রান ৬৪১। তার আগে জ্যাক ক্যালিস ১৯৯৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ১০ ম্যাচে ১৯ ইনিংসে করেছিলেন ৬১৭ রান। আজ ৭০ রান করে তাকে পেছনে ফেলেন এলগার।
সেন্ট জর্জ পার্কে এলগারের ৪টি হাফ সেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ ইনিংস ১২১ রানের। গড় ৪৯.৩০। ক্যালিসের গড় ছিল ৩৬.২৯। ৬টি হাফ সেঞ্চুরি ছিল তার। কোনো সেঞ্চুরি ছিল না। সর্বোচ্চ সংগ্রহ ছিল ৯১।
ঢাকা/আমিনুল