ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্টিনেজের সঙ্গে দেখা হবে মাশরাফির

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ২ জুলাই ২০২৩   আপডেট: ২০:৩৯, ২ জুলাই ২০২৩
মার্টিনেজের সঙ্গে দেখা হবে মাশরাফির

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার এলিমিনিয়ানো মার্টিনেজ সোমবার ভোরে বাংলাদেশে পা রাখছেন। থাকবেন কেবল ১১ ঘণ্টা। বিশ্বকাপজয়ী এই ফুটবলার ঠাসা সূচিতে আসায় সাধারণ দর্শকদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না। তাকে উড়িয়ে আনা স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিরাই কেবল মার্টিনেজের সাক্ষাৎ পাবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখার হবে মেসির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কের। 

বাংলাদেশে তার সফরের স্পন্সর করা প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সট। মার্তিনেজ ঢাকায় নেমে কয়েক ঘণ্টা বিশ্রাম শেষে প্রগতি সরণিতে ফান্ডেডনেক্সট’র কার্যালয়ে যাবেন। সেখানে ঘণ্টাখানেক সময় দেবেন। তার আগমন উপলক্ষে একটি অনুষ্ঠান রাখা হয়েছে। যেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 

মাশরাফি আর্জেন্টিনার কত বড় ভক্ত তা বিশ্বকাপের সময়ই দেখা গেছে। এজন্য ফান্ডেড নেক্সট প্রতিষ্ঠান থেকেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকেও আমন্ত্রণ জানাতে চেয়েছিল। কিন্তু সাফ ফুটবল খেলার কারণে ভারতে রয়েছেন তিনি। দেশে ফিরবেন সোমবার। 

ফান্ডে নেক্সট ভেঞ্চারের সিইও সৈয়দ আব্দুল্লাহ জায়েদ এবং চীফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব অনির্ধারিত সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের ইচ্ছে ছিল মার্টিনেজকে নিয়ে একটি পাবলিক অনুষ্ঠান করার। তিনি ২৬ জুন কনফার্ম করেছেন। ঈদের ছুটি এবং তিনি খুবই কম সময় ঢাকায় থাকবেন, ফলে সেই অনুষ্ঠান সম্ভব হচ্ছে না।’ 

‘আমরা আইটি কোম্পানি তাই আইসিটি মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। মাশরাফি আর্জেন্টিনার সমর্থক। তিনি তরুণ সমাজের আইকন সে হিসেবে তাকে আমন্ত্রণ দেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল দল ভারতে, তারা আগামীকাল আসবে। ফুটবলাররা দেশে থাকলে আমরা অবশ্যই কয়েকজনকে দাওয়াত দিতাম।’ – যোগ করেন তারা। 

দুপুর ২টায় মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশ্যে।

ঢাকা/ইয়াসিন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়