ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘তোর হাত ধরে আরো অনেকে টেস্ট ক্যাপ নেবে’-জাকেরকে মুশফিক 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ২১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৪:১৫, ২১ অক্টোবর ২০২৪
‘তোর হাত ধরে আরো অনেকে টেস্ট ক্যাপ নেবে’-জাকেরকে মুশফিক 

ক্রিকেটের অভিজাত সংস্করণ সাদা পোশাকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম। আছেন সেঞ্চুরির পথে। মুশফিক যখন তার ক্যারিয়ারের শেষের পথে তখন যাত্রা শুরু হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকের। তাকে ক্যাপটাও পরিয়ে দিয়েছেন মুশফিক নিজে। 

শুভকামনা জানিয়ে জাকেরকে মুশফিক বলেন, ‘তোর (জাকের আলী) হাত ধরে আরো অনেক ক্রিকেটার এমন টেস্ট ক্যাপ নেবে।’

আরো পড়ুন:

সোমবার (২১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের টসের আগে জাকেরকে টেস্ট ক্যাপ দেন মুশফিক। জাকেরসহ বাংলাদেশ একাদশ সাজিয়েছে ১ পেসার ও তিন স্পিনার নিয়ে। টস জিতে ব্যাটিং করবে স্বাগতিক শিবির। 

মুশফিককে আইডল হিসেবে মানেন জাকের আলী। তাকে ক্যাপ দিয়ে মুশফিক আরও বলেন, ‘আমি সম্মানিত বোধ করছি এই ক্যাপ দিতে পেরে। এটা ভেরি স্পেশাল। আমি দোয়া করি, আশীর্বাদ করি। আমি মনে করি তুই যেরকম ছেলে, সফলতা নিয়ে আসবি।’ 

চারদিনের ক্রিকেটে লম্বা সময় ধরে ধারাবাহিক ছিলেন জাকের আলী। অপেক্ষায় ছিলেন অভিষেকের। লাল সবুজের জার্সিতে প্রথম অভিষেক হয় টি-টোয়েন্টিতে। এবার ঘরের মাঠে এলো টেস্ট অভিষেকের মহেন্দ্রক্ষণ। 

প্রথম শ্রেণীর ক্রিকেটে জাকের আলী ৪৯টি ম্যাচ খেলেছেন। ৪১.৪৭ গড়ে রান করেছেন ২ হাজার ৮৬২টি। সেঞ্চুরি ৪টি ও ফিফটি ১৯টি। এ ছাড়া ৯৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে রান করেছেন ২ হাজার ১৮১টি।

বিপিএল মাতিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এসেছিলেন, তবে নিজের নামে সুবিচার করতে পারেননি। এবার এলেন প্রিয় ফরম্যাটে, এখানে কেমন করেন সেটিই দেখার।

ঢাকা/রিয়াদ/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়