ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়সওয়ালের প্রশংসায় মুখর ব্রেট লি-গিলক্রিস্ট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:২৮, ২৪ নভেম্বর ২০২৪
জয়সওয়ালের প্রশংসায় মুখর ব্রেট লি-গিলক্রিস্ট

দেড়শ করার পর জয়সওয়ালের উদযাপন।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পার্থ টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারতীয় তরুন যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে কোনো রান না করেই আউট হওয়ার প্রায়শ্চিত্ত করেছেন দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার মধ্যে দিয়ে। ভারতীয় এই তরুণের ব্যাটিংয়ের প্রশংসায় মত্ত হয়েছেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ব্রেট লি ও অ্যাডাম গিলক্রিস্ট।

বোর্ডার-গাভাস্কার ট্রফির এবারের সংস্করণ শুরু হওয়ার আগেই অস্ট্রেলিয়ান মিডিয়া জয়সওয়ালকে ‘নতুন রাজা’ হিসাবে ঘোষণা করেছিল। পার্থে দ্বিতীয় ইনিংসে অজি মিডিয়ার মান রাখলেন এই তরুণ তুর্কী। ধারাভাষ্য কক্ষে জয়সওয়ালের জন্য কেবল প্রশংসাবাণী ঝরছিলো লি-গিলক্রিস্টের কণ্ঠে।

আরো পড়ুন:

জয়সওয়ালের সেঞ্চুরির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। সেখানে দেখা যায় গিলক্রিস্ট বলেছেন, “ছক্কা এবং সেঞ্চুরি। একজন তরুণের জন্য চতুর্থ টেস্ট সেঞ্চুরি, যিনি বিশাল খ্যাতি নিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। শুরু থেকেই কি সাবলীল খেলছেন। কতদূর যাবেন? তিনি মেধার চূরান্ত রূপ দেখালেন। কী একটি মুহূর্ত, যশস্বী জয়সওয়াল!”

অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকেই সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় জয়সওয়াল। ১৫তম টেস্ট ম্যাচে এসে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি পেলেন তিনি। তার আগে অজিভূমে খেলতে গিয়েই তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছিলেন এমএল জয়সিমহা (ব্রিসবেন, ১৯৬৭-৬৮) ও সুনীল গাভাস্কার (ব্রিসবেন, ১৯৭৭-৭৮)। 

সেঞ্চুরি করার পথে জয়সওয়াল অস্ট্রেলিয়ানদের তেমন কোনো সুযোগই দেননি। উসমান খাজার সামনে অবশ্য কঠিন একটি সুযোগ এসেছিল। এছাড়া তার পুরো ইনিংসটি পরিস্কার-পরিচ্ছন্ন ছিলো। দেড়শ ছাড়িয়ে ডাবল সেঞ্চুরির দিকে এগোতে গিয়েও অবশ্য থামতে হয়েছে জয়সওয়ালকে। ১৬১ রানে তাকে থামিয়েছেন মিচেল মার্শ।

টেস্ট ক্যারিয়ারে জয়সওয়ালের সেঞ্চুরি এখন চারটি। সবকটিই দেড়শ ছাড়িয়ে। টেস্টে ক্রিকেটের ইতিহাসে যেটি বিরল। সামনে সময় এখনো পড়ে আছে। যে গতিতে ছুটছেন এই তরুণ, তাতে অবশ্য বলাই যায় যে, অচিরেই অনেক রেকর্ড তাকে ছুঁয়ে দিবে, গিলক্রিস্টদের প্রশংসা রূপ নিবে অবাক বিস্ময়ে।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়