ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাভি-ইয়ামালের গোলে ফাইনালে বার্সা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:১৮, ৯ জানুয়ারি ২০২৫
গাভি-ইয়ামালের গোলে ফাইনালে বার্সা

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। বুধবার (০৮ জানুয়ারি, ২০২৫) রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সেমিফাইনালে তারা ২-০ গোল অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে। দুই অর্ধে গাভি ও লামিনে ইয়ামাল দুটি গোল করেছেন।

এ নিয়ে ১৭তম বারের মতো ফাইনালে উঠলো কাতালানরা। আগের ষোলোবারের ফাইনালে তারা শিরোপা জিতেছে ১৪ বার। রানার্স-আপ হয়েছে ১২ বার।

আরো পড়ুন:

এদিন ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় বার্সা। এ সময় ডানদিক দিয়ে আক্রমণে উঠে ডি বক্সের সামনে থেকে ভেতরে বল পাঠান পেদ্রো। সেটা দখলে নেন আলেজান্দ্রো বালদে। তিনি পেনাল্টি বক্সের সামনে থাকা গাভিকে বাড়িয়ে দেন। গাভি বাম পায়ের শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলিয়ে বল জালে জড়ান।

বিরতির পর ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লামিনে ইয়ামাল। এ সময় গাভি ডি বক্সের সামনে থাকা ইয়ামালকে বল বাড়িয়ে দেন। ইয়ামাল সেটা পেয়েই উল্টো ঘুরে বক্সের মধ্যে ঢুকে পড়েন। এরপর গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান।

বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। ফাইনাল নিশ্চিত করতে হান্সি ফ্লিকের শিষ্যদের অবশ্য আর কোনো গোলের প্রয়োজনও হয়নি।

শনিবার রাতে মায়োর্কা অথবা রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনাল খেলবে বার্সা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়