ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০২৫  
নারী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকি

কোচ পিটার বাটলারকে অপসারণের দাবিতে বিদ্রোহ করছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের বেশ কয়েকজন সদস্য। তাদের মধ্যে অন্যতম মাতসুশিমা সুমাইয়া দাবি করছেন তাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি, ২০২৫) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এসব দাবি করেন জাতীয় দলের ফরোয়ার্ড মাতসুশিমা। এই সাফজয়ী কন্যা জানান তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং এই ট্রমা কিভাবে কাটিয়ে উঠবেন জানেন না।

আরো পড়ুন:

“আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, সেই পরিস্থিতি সম্পর্কে আমার এবং সতীর্থদের জন্য ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম সামর্থ্য আমার আছে। কয়েক দিন ধরে আমি অসংখ্যবার মৃত্যু ও ধর্ষণের হুমকি পেয়েছি। হুমকিতে ব্যবহৃত শব্দগুলো আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে, যা আমি কল্পনাও করিনি।”

‘‘আমি জানি না, এই মানসিক বিপর্যস্ত অবস্থা কাটিয়ে উঠতে আমার কত সময় লাগবে। তবে এটা বলতে চাই, শুধু তাদের স্বপ্ন অনুসরণ করার জন্য আর কাউকে যেন এর মধ্য দিয়ে যেতে না হয়।’’

বাটলারের অপসারণ দাবিতে মেয়েরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বরাবর একটি চিঠি দেয়। ইংরেজিতে লেখা সেই চিঠি লেখেন সুমাইয়া। 

ফুটবলার হওয়ার আগে নিজের পরিবার সঙ্গে সংগ্রমের কথাও বলেন এই ফুটবলার, “ফুটবল খেলার জন্য আমি আমার মা–বাবার সঙ্গে লড়াই করেছি, শুধু এই বিশ্বাসে যে আমার দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সত্যিকার অর্থে কেউই একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না।”

২০২৪ সাফ পর্যন্ত তার ফুটবল যাত্রা সুন্দর ছিল বলে জানান সুমাইয়া, “ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হিসেবে আন্তঃস্কুল প্রতিযোগিতা থেকে শুরু করে মালদ্বীপে লিগ খেলা এবং বাংলাদেশের হয়ে ২০২৪ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জেতা পর্যন্ত যাত্রাটা আমার কাছে অম্লমধুর ছিল।”

এদিকে সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকির বিষয়ে বাফুফে কোনো ব্যাবস্থা নিচ্ছে কি না জানতে সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে ফোন দিলেও পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা দিলেও এই কর্তা দেননি সাড়া।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়