ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ৩১ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:০৭, ৩১ আগস্ট ২০২৫
ভারতের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ডাবল লেগ পদ্ধতির শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচটির ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

এদিন ম্যাচের ২৯ সেকেন্ডেই এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় বাম দিক থেকে মামুনি চাকমার বাড়ানো ক্রসে ডি বক্সের সামনে দাঁড়িয়ে হেড নিয়ে জালে জড়ান পূর্ণিমা মারমা।

আরো পড়ুন:

অবশ্য বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ভারত। ম্যাচের নবম মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় অধিনায়ক অর্পিতা বিশ্বাসের কাছ থেকে বল কেড়ে নিয়ে ফাঁকা পোস্টে জড়ান আনুস্কা কুমারী। এটা ছিল এবারের আসরে তার পঞ্চম গোল।

৩৪ মিনিটে বাংলাদেশের আলপি আক্তার গোল করে আবার এগিয়ে নেন দলকে। এ সময় ডি বক্সের ভেতরে জটলার মধ্যে বল পেয়ে ব্যাকহিলে আলপিকে বাড়িয়ে দেন সুরভী আক্তার প্রীতি। সেটাকে ডান পায়ের আলতো টোকায় জালে জড়িয়ে দেন আলপি।

তাতে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মো. মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা।

আগের ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ভুটানের সঙ্গে ড্র করায় এই ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই আনুষ্ঠানিকতার হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে জয় পেলেও বাংলাদেশ ধরতে পারবে না ভারতকে। যারা আগের ৫ ম্যাচের ৫টিই জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। বাংলাদেশ ৫ ম্যাচের ৩টিতে জিতে, ১টিতে ড্র করে ও ১টিতে হেরে ১০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়