ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রায়হানের শরীরে ১১১ আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত‌্যু: ফরেনসিক রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৩, ১৭ অক্টোবর ২০২০   আপডেট: ০৯:২৭, ১৮ অক্টোবর ২০২০
রায়হানের শরীরে ১১১ আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত‌্যু: ফরেনসিক রিপোর্ট

ফাইল ছবি

সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে মৃত রায়হানের শরীরে ১১১টি আঘাতের চিহ্ন মিলেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে দেহের অভ্যন্তরে শিরা ফেটে রক্তক্ষরণে মৃত‌্যু হয়েছে তার।

শনিবার (১৭ অক্টোবর) রাতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. মো. শামসুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, মৃত‌্যুর আগে চার ঘণ্টা ধরে নির্যাতন করা হয় রায়হানকে। তার দেহে ১১১ আঘাতের চিহ্ন মিলেছে। আঘাতগুলো লাঠির। এছাড়া তার নখও উপড়ে ফেলা হয়।

ময়নাতদন্তের প্রাথমিক এ রিপোর্টটি তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ডা. শামসুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য নগরের আখালিয়া নবাবী মসজিদ পঞ্চায়েত কবরস্থান থেকে রায়হানের মরদেহ তোলা হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে ফের দাফন করা হয়।

উল্লেখ‌্য, গত ১১ অক্টোবর (রোববার) ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত‌্যু হয়। এ ঘটনায় রাতেই কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার।

নোমান/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়