ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাকা থেকে যাচ্ছে আরও দুই ডুবুরি দল

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২৭ অক্টোবর ২০২১   আপডেট: ১৪:৪১, ২৭ অক্টোবর ২০২১
ঢাকা থেকে যাচ্ছে আরও দুই ডুবুরি দল

মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামের একটি রো রো ফেরি উল্টে গেছে। এ ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে মানিকগঞ্জের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও দুটি ডুবুরি দল। তবে উদ্ধার অভিযানে অংশ নিতে ঢাকা থেকে আরও দুটি ডুবুরি দল যাচ্ছে। 

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পাটুরিয়ায় ফেরি উল্টে যাওয়ার ঘটনায় ইতিমধ‌্যে হামজা নামে একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। মানিকগঞ্জ থেকেও ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে। তবে ঢাকা থেকে আরও দুটি ডুবুরি দল রওনা দিয়েছে। 

এর আগে সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে শাহ আমানত নামের ফেরিটি উল্টে যায়। এ ঘটনায় বেশ কিছু গাড়ি ডুবে গেছে। এখন পর্যন্ত ডুবে যাওয়া ১১টি গাড়ি শনাক্ত হয়েছে। মাত্র একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

আরও পড়ুন: পাটুরিয়া ঘাটে গাড়িসহ উল্টে গেলো ফেরি

পাটুরিয়ায় ফেরি উল্টে যাওয়ার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা যা বলছেন 

উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে 

উল্টে যাওয়া ফেরির ১১ গাড়ি শনাক্ত

ফেরি দুর্ঘটনা: উদ্ধার হলো ডুবে যাওয়া মোটরসাইকেল

লক্কর ঝক্কর ফেরি নির্ভর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ

যেসব কারণে ভোগান্তি বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে

চন্দন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়