পাবনায় ২ গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাবনা শহরে হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা। এসময় তারা দুটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বড় বাজার সংলগ্ন দই বাজার মোড়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মুজাহিদ ক্লাব এলাকা থেকে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে হরতাল সমর্থনে মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি বড় বাজার এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা একটি ট্রাক ও কয়কটি দোকানের গ্লাস ভাঙচুর এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এর আগে, বাঁশবাজার এলাকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করেন হরতাল সমর্থনকারীরা।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাশকতাকারীদের ধরতে আমাদের অভিযান চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
শাহীন/মাসুদ
- ৮ মাস আগে মুন্সীগঞ্জে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্যসহ ছিনতাইকারী বাবু মিজি আটক
- ১১ মাস আগে সিরাজগঞ্জে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিল
- ১১ মাস আগে বরিশালে বিএনপির মিছিল থেকে আটক ৫
- ২ বছর আগে রোববার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল
- ২ বছর আগে গাইবান্ধায় ৫টি গাড়ি ভাঙচুর করেছে বিএনপি-জামায়াতের কর্মীরা
- ২ বছর আগে মঙ্গলবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
- ২ বছর আগে ঝিনাইদহে হরতালের সমর্থনে বিএনপির মিছিল
- ২ বছর আগে নতুন করে দুই দিনের কর্মসূচি দিয়েছে জামায়াত
- ২ বছর আগে হরতাল-অবরোধ একসঙ্গে ঘোষণা বিএনপির
- ২ বছর আগে রংপুর মহানগরীতে হরতাল ডেকে মাঠে নেই বিএনপি
- ২ বছর আগে বুধবার রংপুর মহানগরে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
- ২ বছর আগে মিরপুরে বাসে আগুন, স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
- ২ বছর আগে রাজধানীর মৌচাকে ককটেল বিস্ফোরণ
- ২ বছর আগে রাজধানীর পল্টনে বাসে আগুন
- ২ বছর আগে ঝিনাইদহে হরতালের সমর্থনে যুবদলের মিছিল