ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় আ.লীগের হরতাল বিরোধী সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ১৯ নভেম্বর ২০২৩  
সাতক্ষীরায় আ.লীগের হরতাল বিরোধী সমাবেশ

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। 

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, আওয়ামী লীগ নেতা আশরাফুল কবির খোকন, শামসুজ্জামান জুয়েল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন প্রমুখ।

আরো পড়ুন:

বক্তারা বলেন, হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। একমাত্র শেখ হাসিনাই দেশের মানুষকে শান্তিতে ও নিরাপদে রাখতে পারবে বলেও মন্তব্য করেন তারা।
 

শাহীন/ফয়সাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়