ঢাকা     মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩১ ১৪৩২

ঝিনাইদহ-৪

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, নৌকার ২ সমর্থক আটক

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১ জানুয়ারি ২০২৪  
স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, নৌকার ২ সমর্থক আটক

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকনের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ায় নৌকার দুই সমর্থককে আটক করেছে পুলিশ। রোববার (৩১ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলার সুবিতপুর ও বলরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার সুবিতপুর গ্রামের সৈয়দ মন্ডলের ছেলে দুলু মন্ডল (৩২) ও বলরামপুর গ্রামের মৃত কওছার আলীর ছেলে জামির হোসেন (৪০)।

জানা গেছে, রোববার দুপুরে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আব্দুর রশিদ খোকনের সমর্থক ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসরাইলসহ কয়েকজন উপজেলার বলরামপুর এলাকায় নির্বাচনি প্রচারণায় যান। এসময় নৌকা প্রতীকের সমর্থক জামির হোসেনসহ কয়েকজন তাদের বাধা প্রদান করেন।

আরো পড়ুন:

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

শাহরিয়ার/ফয়সাল

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়