ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়িতে হামলা

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ৬ জানুয়ারি ২০২৪  
খাগড়াছড়িতে অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়িতে হামলা

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. জোনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে দীঘিনালা উপজেলার জামতলী এলাকার বাঙালি পাড়ায় নির্বাচনি দায়িত্ব পালনের সময় হামলাটি হয়। তবে এতে কেউ আহত হননি।

আরো পড়ুন:

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, হামলার খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তা দিয়ে আক্রান্তদের উপজেলা সদরে নিয়ে আসা হয়। উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, গাড়িতে হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হ‌বে।

আজাদ/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়