সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ ১০০ ভোটকেন্দ্র
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সারা দেশের মতো সাতক্ষীরাতেও নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জেলাব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ৬০২টি কেন্দ্রে এবার ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। এসব কেন্দ্রের মধ্যে ১০০টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলায় মোট ভোটার ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৭৬ হাজার ৯৮৪ জন ও নারী ভোটার ৮ লাখ ৬৯ হাজার ২২৮ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২ জন ও স্বতন্ত্র ৮সহ মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় ৬০২টি ভোট কেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে।
সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে জেলায় ৩৫৩ জন সেনা সদস্য, ৩৮০ জন বিজিবি সদস্য, ৭১ জন র্যাব সদস্য, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৯ জন, আনসার ও আনসার ব্যাটালিয়ন সদস্য ৭ হাজার ২২৪ জন মোতায়েন থাকবে। এছাড়া, জেলায় ৭০২ জন পুলিশ মোতায়েন থাকবে। ৮১ টি মোবাইল টিমে ৪০৫ জন্য আইনপ্রয়োগকারী সংস্থার সদস্য দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছেন। রোববার (৭ জানুয়ারি) সকালে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।
শাহীন/মাসুদ
- ৫ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ৫ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ৬ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ৬ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ৬ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ৬ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ৬ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ৬ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ৬ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ৬ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ৬ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ৬ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ৬ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ৬ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ৬ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম