ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

ঘন কুয়াশা: বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৪ কিলোমিটার থেমে থেমে যানজট

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ১২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১১:৩২, ১২ জানুয়ারি ২০২৪
ঘন কুয়াশা: বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৪ কিলোমিটার থেমে থেমে যানজট

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) ভোররাতের দিকে কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েছেন গন্তব্যে যাওয়া মানুষ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ভোররাতে কুয়াশা বেড়ে গেলে যানবাহন ধীরগতিতে চলাচল করছিল। এতে চালকেরা এলোমেলোভাবে গাড়ি চালানো শুরু করেন। ফলে যানজটের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

কাওছার/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়