ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

হকারদের ট্রেনে উঠতে না দেওয়ায় হামলা, স্টুয়ার্ডসহ আহত ৩

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ১১ জুন ২০২৪   আপডেট: ১৮:৪৮, ১১ জুন ২০২৪
হকারদের ট্রেনে উঠতে না দেওয়ায় হামলা, স্টুয়ার্ডসহ আহত ৩

ট্রেনে উঠতে না দেওয়ায় উপকূল এক্সপ্রেস ট্রেনের দুই স্টুয়ার্ডের (অ্যাটেনডেস্ট) ওপর হামলা করেছে হকাররা। মঙ্গলবার (১১ জুন) সকাল ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ট্রেনটি কুমিল্লা লাকসাম জংশনে পৌঁছালে ঘটনাটি হয়। এসময় এক যাত্রীও আহত হন। লাকসাম জংশনের স্টেশন মাস্টার মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহতরা হলেন- উপকূল এক্সপ্রেসের স্টুয়ার্ড শামিম এবং স্টুয়ার্ড রাহুল। আহত যাত্রীর নাম অন্তর। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে উপকূল এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লার লাকসাম জংশনে পৌঁছায়। এসময় হকাররা ট্রেনে ওঠার চেষ্টা করে। স্টুয়ার্ড শামিম এবং স্টুয়ার্ড রাহুল হকারদের ট্রেনে উঠতে বাধা দেন। পরে হকাররা তাদের ওপর হামলা করেন। ট্রেনে থাকা অন্তর নামে এক যাত্রী স্টুয়ার্ডদের সাহায্যে করতে এগিয়ে গেলে তাকেও মারধর করে হকাররা। 

লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ উল্লাহ বাহার বলেন, ‘জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা মামলা করে আমরা আইনি পদক্ষেপ নেবো।’ 

লাকসাম জংশনের স্টেশন মাস্টার মো. মাহাবুবুর রহমান বলেন, ‘ঘটনার সময় আমি জংশনে ছিলাম না। জিআরপি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়