ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোটা সংস্কার আন্দোলন

রসিকের ক্ষতি ৩ কোটি ২০ লাখ টাকা: মেয়র

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ২৮ জুলাই ২০২৪  
রসিকের ক্ষতি ৩ কোটি ২০ লাখ টাকা: মেয়র

রসিক হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা

কোটা সংস্কার আন্দোলনের নামে দুষ্কৃতকারীদের নজিরবিহীন তাণ্ডবে রংপুর নগরীতে ৩ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি জানান, নাশকতার ঘটনায় রসিকের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। 

রসিকের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, ‘গত ১৯ জুলাই ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালীন রংপুর মহানগরীতে দুষ্কৃতকারীরা বিভিন্ন জায়গায় স্থাপিত মালামাল দেশি অস্ত্র দিয়ে ভাঙচুর শুরু করে। এসময় রসিকের নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। দুষ্কৃতকারীদের মারমুখি আচরণের কারণে তারা পিছু হটেন। দুষ্কৃতিকারীরা এই সুযোগ নিয়ে সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ৬৪টি সিসিটিভির ক্যামেরা, কয়েকটি এলইডি টেলিভিশন, প্রশাসনিক ভবনের থাই গ্লাস ও গ্রিল, কেন্দ্রীয় বাস টার্মিনালের ফুড ওভার ব্রিজসহ অসংখ্য মূল্যবান সম্পদ ধ্বংস  করে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা।’

চলমান আন্দোলনে মেয়র সম্পৃক্ততা ছিলেন এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‌‘একটি মহল মিথ্যা তথ্যের মাধ্যমে আমার বিরুদ্ধে নানা কথা তুলেছে। যা ভিত্তিহীন। গোটা দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সংঘাত এবং প্রাণহানি হয়েছে, সেসব ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে প্রকৃত দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে- রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সচিব জয়শ্রী রাণী রায় ও কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

আমিরুল/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়