ক্ষেতে পানিতে পড়ে ছিল ছেঁড়া তার, বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
নোয়াখালীর সুবর্ণচরে ক্ষেতের পানিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হরলাল পাল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত হরলাল পাল একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের মৃত গিরিশ চন্দ্র পালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হরলাল চন্দ্র পাল বাড়ির পাশের একটি ক্ষেতে কচুর লতি তুলতে যান। সে সময় বৃষ্টির পানিতে ডুবে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি সুবর্ণচর জোনের ডিজিএম মো. আরব আলী শেখ বলেন, ‘‘সকাল থেকে উপজেলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে যায়। কিন্তু বিষয়টি কেউ জানায়নি। দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে টেকনিক্যাল টিম পাঠানো হয়েছে।’’
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ‘‘বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/সুজন/রাজীব