দাবি মেনে নেওয়ায় কাজে ফিরলেন পানামা বন্দরের শ্রমিকরা
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ন্যায্য মজুরির দাবিতে পানামা পোর্টের শ্রমিকরা শনিবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন
মজুরি বৃদ্ধির দাবি মেনে নেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন দিনাজপুরের হিলির পানামা পোর্টের শ্রমিকরা। শনিবার (২১ জুন) সন্ধ্যায় আলোচনা শেষে তাদের দাবি মেনে নেয় কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী (নেপাল)।
আজ সকাল ১১টার দিকে ন্যায্য মজুরির দাবিতে পানামা পোর্টের শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করেন। ফলে বন্দরে আসা ট্রাক থেকে পণ্য খালাস বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন আমদানিকারকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, এই বন্দরে শুরু থেকে আমরা কাজ করছি। এখানে আমরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান হয়নি। এ কারণে আমরা কর্মবিরতি পালন করেছি।
শ্রমিকরা জানান, আগে তাদের ২০ টাকা টন হিসেবে মজুরি দেওয়া হতো। এখন ১৩ টাকা টন হিসেবে মজুরি দেওয়া হচ্ছে। ফলে তাদের পরিবার নিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে। তাই তারা আজকে কর্মবিরতি পালন করেছেন।
হিলি পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী (নেপাল) জানান, পানামা পোর্টের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে আজ কর্মবিরতি পালন করেন। তাদের দাবি ছিল, টনপ্রতি ২০ টাকা। আজ সন্ধ্যায় তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের দাবি মেনে নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, আগে শ্রমিকদের প্রতিটনে ১৩ টাকা মজুরি দেওয়া হতো। এখন থেকে ১৯ টাকা টন পাবেন শ্রমিকরা, এক টাকা পাবেন শ্রমিক সর্দাররা। পানামা পোর্টের লোড-আনলোডের কাজ স্বাভাবিক হয়েছে।
ঢাকা/মোসলেম/মাসুদ