ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে অবৈধভাবে বালু উত্তোলন, ১৪ জনের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২৫
সিলেটে অবৈধভাবে বালু উত্তোলন, ১৪ জনের কারাদণ্ড

অবৈধভাবে বালু উত্তোলন করায় ১৪ জনকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের দায়ে ১৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে উপজেলার হাজীপুর ও প্রতাপপুর এলাকায় অভিযান চালিয়ে সাজা দেওয়া হয়। 

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। এর মধ্যে ১২ জনকে তিন মাস করে এবং ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

আরো পড়ুন:

বুধবার  (৩ সেপ্টেম্বর) তাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে গোয়াইনঘাট থানার পুলিশ জানান। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ইজারাবহির্ভূত বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সংবাদ পেয়ে হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে হোতারা পালিয়ে গেলেও বালু উত্তোলন ও পরিবহনের সময় ১৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ইজারাবহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িত হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/নূর/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়