ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কালীগঞ্জে মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ২২ অক্টোবর ২০২৫  
কালীগঞ্জে মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ

গাজীপুরের কালীগঞ্জে মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪’ বিষয়ক পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও এসআইএমসিবিপি প্রকল্পের পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভুঁইয়া, পৌরসভা কমিটির সদস্যবৃন্দ এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীগণ।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা ‘মা ও শিশু সহায়তা তহবিল’ কর্মসূচির বাস্তবায়ন পদ্ধতি, তহবিল ব্যবস্থাপনা, উপকারভোগী নির্ধারণ ও পর্যবেক্ষণ বিষয়ে বিস্তারিত ধারণা অর্জন করেন।

ঢাকা/রফিক/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়